Sunday, March 16, 2025
Homeনীলফামারীসৈয়দপুরে ফেনসিডিলসহ ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জানতা

সৈয়দপুরে ফেনসিডিলসহ ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জানতা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারীর সৈয়দপুরে ফেনসিডিলসহ আটক তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ। গতকাল মঙ্গলবার রাতে শহরের নিমবাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাফায়েতুজ্জামান রিফাত (১৯), আসাদ (২৮) ও ইরফান রাব্বি (২৪)। এর মধ্যে রিফাত নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অঙ্গীকারের সভাপতি দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিরা শিক্ষার্থীদের নাম করে অনেক অপকর্মের সঙ্গে জড়িত। দীর্ঘদিন থেকে ফেনসিডিল, ইয়াবা, টেপেন্ডাসহ অন্য মাদক কারবার করে আসছেন। সমন্বয়ক দাবি করা রিফাত ও রাব্বি মূলত মাদক কারবারি। এলাকাবাসী প্রতিবাদ বিভিন্ন হুমকি ও মামলা–মোকদ্দমার ভয় দেখাতেন। সমন্বয়ক দাবি করে তিনি চাঁদাবাজিও করতেন। ওই দিন মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা পাঁচ বোতল ফেনসিডিলসহ এলাকাবাসী তাঁদের আটক করে। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরেক প্রত্যক্ষদর্শী ও উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন থেকে এরা মাদক কারবারের সঙ্গে জড়িত। আজ জনগণ তাঁদের হাতেনাতে ধরেছে এবং গণধোলাই দিয়েছে।’

এ বিষয়ে তারুণ্যের অঙ্গীকার সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু বলেন, ‘দুই দিন আগেই এ সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার দায়ভার আমরা নিব না।’

সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাকিল চৌধুরী, শাহরিয়ার রিফাত, সোয়েব, সাকিবরা বলেন, ‘নিজেকে সমন্বয়ক দাবি করা রাফায়েতুজ্জামান রিফাতের অপকর্মে ব্যাপারে আমরা অনেক আগেই তাঁকে বয়কট করেছি।’

তাঁরা বলেন, ‘কোনো প্রকার লেনদেন না করে বা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রমে সম্পৃক্ত না করতে সকলকে আগেই সতর্কও করেছিলাম আমরা। পরে সে ছাত্রসমাজ তথা শিক্ষার্থীদের কাছে পাত্তা না পেয়ে আরেকটি সংগঠন গঠন করে নিজের ইচ্ছেমতো কাজ করে আসছিল। শিক্ষার্থীদের নামে অপকর্ম করায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেন  বলেন, ‘রাত ১টার দিকে স্থানীয় কয়েক শ লোক ফেনসিডিলসহ তাঁদের হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

-সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর