গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার ও বোনারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক মিয়াকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সাঘাটা থানার ওসি (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মানিক মিয়া বোনারপাড়া ইউনিরয়নের পূর্ব শিমুল তাইড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মানিক মিয়াসহ ৪ থেকে ৫ জনের একটি চক্র প্রতিটি সিএনজি হতে প্রতিদিন ৩০ টাকা চাঁদা নেন। বিষয়টি নিয়ে সিএনজি চালকরা একাধিকবার চাঁদার পরিমাণ কমানোর দাবি করলে চেইন মাস্টার মানিক মিয়া চাঁদা নেয়া বন্ধ বা টাকার পরিমাণ কমাননি। এ বিষয়ে সিএনজি চালকারা সোনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দেন। সোমবার বিকেলে বোনারপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের একটি টালিখাতা জব্দ কর হয়। পরে তাকে সাঘাটা থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, চেইন মাস্টার মানিক মিয়াকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চাঁদা আদায়ের প্রমাণ হিসেবে সিডিউল এবং টালিখাতা জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।