রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঢাকায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের গণপদযাত্রায় শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঠাকুরগাঁওয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া ঘণ্টা ব্যাপী এ গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেন শুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। গতকাল ঢাকায় শিক্ষার্থীদের গণপদযাত্রায় পেটুয়া পুলিশ বাহিনী অমানবিকভাবে আক্রমণ চালিয়েছে। আমরা এ অবস্থানের মাধ্যমে ঐ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছি।
Facebook Comments Box