অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথিত বড়ভাই সুরুজ্জামান কে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুরুজ্জামান উপজেলা আওয়ামী আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। শুক্রবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়ে, রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ২০১৮ সালের ২০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৮-কুড়িগ্রাম-৪ এ বিএনপির ধানের শীষ মার্কার এমপি প্রার্থী আলহাজ¦ মো. আজিজুর রহমানের নির্বাচনী প্রচারনায় জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর, একটি মোবাইল সেট, ৫৫ হাজার টাকা ও দু’টি হ্যান্ড মাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে।
এ ঘটনায় ১৮ জানুয়ারি রাতে সুরুজ্জামান সহ ৩০ জনের নাম উল্লেখ করে, ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করেন রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই এলাকার জসিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন। এ মামলায় রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।