Monday, April 7, 2025
Homeগাইবান্ধাসাদুল্লাপুরে মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

সাদুল্লাপুরে মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, শাহনাজ বেগম বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাদক কারবার করে আসছিলেন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে শাহনাজকে ইয়বাসহ গ্রেফতার করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে ১৮ পিস ইয়াবাসহ শাহনাজকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর