সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
বরাদ্দ নিয়ে কাজ না করায় সাদুল্লাপুর থেকে পাঁচটি প্রকল্পের টাকা ফেরত যাচ্ছে। আগামী সপ্তাহে এই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে নিশ্চিত করেছে প্রকল্প বাস্তবায়ন অফিস।
২০২৩-২৪ অর্থবছরের টিআর দুটি, কাবিখা একটি এবং কাবিটার দুটি প্রকল্পের জন্য ১০ লাখ ২ হাজার ৪১১ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প কমিটি কাজ না করেই গোপনে অর্থ ছাড়ের পাঁয়তারা করায় তা বন্ধ করা হয়েছে। এ কারণে টাকা ফেরত যাচ্ছে।
ধাপেরহাট ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স কেনা বাবদ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প থেকে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস কমিটি করে। তাতে সভাপতি করা হয় মিজানুর রহমানকে। নির্বাচনী এলাকাভিত্তিক হওয়ায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির আস্থাভাজনরা আড়ালে থেকে সবকিছু তদারকি করতেন। তারা গোপনে প্রকল্পের অর্থ আত্মসাতের পাঁয়তারা করেন বলে অভিযোগ রয়েছে।
উপ-স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নাজমা ইয়াসমিন জানান, জুন ক্লোজিংয়ের পরে অ্যাম্বুলেন্স কিনে দেওয়ার কথা ছিল। এরপর প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও পাওয়া যায়নি। কোন দপ্তর থেকে সরকারি বরাদ্দ এসেছে, সেটিও জানানো হয়নি।
প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানানো হয়েছে অ্যাম্বুলেন্স ক্রয় বাবদ প্রথম কিস্তির দুই লাখ টাকা ছাড়ের ব্যবস্থা হয়েছিল। কিন্তু প্রকল্প সংশ্লিষ্টদের কার্যক্রম সন্দেহজনক হওয়ায় চেক দেওয়া হয়নি।
প্রকল্প সভাপতি মিজানুর রহমান বলেন, এত অল্প টাকায় অ্যাম্বুলেন্স কেনা সম্ভব না। তাই টাকা তুলিনি। চলমান পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে আর এগুনো হয়নি।
এ বিষয়ে কথা বলতে সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি আত্মগোপনে আছেন। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, এখানকার সব প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করা হয়েছে। কাজের গুণগত মান দেখে বরাদ্দ ছাড় করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ না করায় পাঁচটি প্রকল্পের অর্থ ফেরত যাবে।
ইউএনও কাওছার হাবিব বলেন, কাজ না করে প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছাড় করার কোনো সুযোগ নেই। লোক দেখানো প্রকল্পের নামে অনৈতিক সুবিধাভোগীদের কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি।