Thursday, April 3, 2025
Homeঠাকুরগাঁওসড়কে শৃঙ্খলা ঠিক রাখতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম

সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সড়কে শৃঙ্খলা ঠিক রাখা এবং ঠাকুরগাঁও শহরকে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও অঞ্চলের আয়োজনে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশীর অভিযান পরিচালনা করা হয়েছে।

এতে জেলা থেকে ছেড়ে যাওয়া যানবাহনের পাশাপাশি অন্যান্য জেলা থেকে প্রবেশ করা বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাস সহ অন্যান্য যানবাহন তল্লাশি করা হয়।
বুধবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁও অঞ্চলের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা।

এসময় স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের এরকম অভিযান সব সময় করা উচিত। যাতে সাধারণ মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে এবং শান্তিপূর্ণভাবে নিজ গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। সাধারণ মানুষের কথা ভেবে সেনাবাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে সেটা আসলেই প্রশংসনীয়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর