Sunday, April 20, 2025
Homeলালমনিরহাটসঠিক বিচার হলে জান্নাতির আত্মা শান্তি পাবে - ডা. শফিকুর রহমান

সঠিক বিচার হলে জান্নাতির আত্মা শান্তি পাবে – ডা. শফিকুর রহমান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এ কে এম কায়সারুল আলম, রংপুর প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার জান্নাতির পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সঠিক বিচার নিশ্চিত হলে জান্নাতির আত্মা শান্তি পাবে।

শনিবার দুপুরে উপজেলার ভোটমারী এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংলগ্ন স্থানে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করে, তাদের সমাজ থেকে বয়কট করা উচিত। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধীদের মুখোশ উন্মোচন করুন, যেন তাদের শাস্তি নিশ্চিত করা যায়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ধর্ষণসহ যেকোনো ভয়াবহ অপরাধের বিচার দ্রুত ও কঠিন হওয়া প্রয়োজন। বিচার দীর্ঘসূত্রিত হলে তা কার্যকর হয় না। শাস্তি নিশ্চিত হলেই সমাজে শান্তি ফিরে আসবে।

তিনি কুরআনের আইন কার্যকরের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করবে।

এর আগে সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর