পঞ্চগড় প্রতিনিধি:
চলতি শীত মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশের এবং পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা। আজও এই জেলা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার ছিল।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল থেকে আজ পর্যন্ত দিনে এবং রাতে তাপমাত্রা কমতি শুরু করেছে। শুক্রবার সকালে রোদ উঠলেও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
রাতের কুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড় জেলার জনজীবনে দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে দুস্থ অসহায় দরিদ্র দিনমজুর পরিবারগুলো দুর্ভোগে পড়েছে বেশি। গরম কাপড়ের অভাব এবং আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।