Saturday, March 15, 2025
Homeখেলাধুলাশিরোপার লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

শিরোপার লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। ফুটবলের বাইরে অন্য খেলায়ও চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচ নিয়ে সমর্থকদের থাকে তুমুল আগ্রহ। তেমনি এক ম্যাচে আগামীকাল মাঠে নামছে দুই দল।

ফিফা আয়োজিত ফুটসাল বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হচ্ছে উজবেকিস্তানে। এ প্রতিযোগীতার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। আগামীকাল ৬ অক্টোবর উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এবার ফুটসাল বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফরাসীরা। এই ম্যাচে ৩-২ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

অন্যদিকে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল ইউক্রেন। এই ম্যাচে আর্জেন্টিনার মতোই ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল। ফুটসালেও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তারা সবশেষ শিরোপা জিতেছে ২০১২ সালে। ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২০১৬ সালে শিরোপা জিতেছিল তারা। ২০২১ সালে ফাইনালে ওঠলেও হেরে যায় পর্তুগালের কাছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর