Tuesday, April 22, 2025
Homeদিনাজপুরশিক্ষার্থী হত্যা মামলায় হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

শিক্ষার্থী হত্যা মামলায় হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাকিমপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার (৩০) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত অনিক (৩০) হাকিমপুর হিলি পৌরসভার ১ নং ওয়ার্ড চন্ডিপুর এলাকার নিশিত সরকার এর ছেলে। অনিক সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর