Saturday, March 15, 2025
Homeসারাদেশলেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করবে: সেনাপ্রধান

লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করবে: সেনাপ্রধান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনলাইন ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশমাতৃকার সেবায় সাহসী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। তরুণ এই সেনা কর্মকর্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত।

আজ বুধবার ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে কুমিল্লা সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেওয়ার সময় বক্তৃতাকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা বলেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সেনাপ্রধান সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টস্থ আর্মি মেডিকেল কলেজ এবং ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, সেনাসদরের চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক সিএসসিসহ সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর