Saturday, March 15, 2025
Homeলালমনিরহাটলালমনিরহাটে সোনালী ব্যাংকে ‘সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতি’র চেষ্টা

লালমনিরহাটে সোনালী ব্যাংকে ‘সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতি’র চেষ্টা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি শাখায় ‘সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতি’র চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।সোমবার রাত ১২টার দিকে সোনালী ব্যাংক পিএলসির লালমনিরহাট বড়বাড়ির শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী।

তবে স্থানীয় লোকজন সুড়ঙ্গ খোঁড়ার বিষয়টি টের পাওয়ার কারণে দুর্বৃত্তরা পালিয়ে যায় জানিয়ে মঙ্গলবার সকালে ওসি আরও বলেন, ব্যাংকটি থেকে কোনো টাকা বা অন্যকিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, “ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।” তবে এ বিষয়ে সোনালী ব্যাংকের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর