Sunday, March 16, 2025
Homeলালমনিরহাটলালমনিরহাটে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

লালমনিরহাটে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যুবদলের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের একটি কক্ষ থেকে বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

আটক আহসান শহীদ সরওয়ারর্দী (৩৫) উপজেলার ভোটমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রয়াত আতাউর রহমানের ছেলে এবং জেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

অপর আটক গোলাম রব্বানী (৩০) উপজেলার উত্তর মুসরত মদাতী এলাকার আজিজুল হকের ছেলে। তিনি একই এলাকার যুবদল কর্মী।

ওসি সেলিম মালিক বলেন, লালমনিরহাট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রওনক শাহারিয়ারের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে সরওয়ারর্দীর অফিস কক্ষ থেকে দেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি চাকু, স্টিলের চাপাতি, চাইনিজ কুড়াল, হাসুয়া ও ধারাল ছোরাসহ বেশকিছু দেশি অস্ত্র ছিল।

এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই ছানারুল হক বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি সেলিম মালিক বলেন, “আহসান শহীদ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর