লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সড়কের পাশ থেকে বৃদ্ধ রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন।
মৃত রমজান আলী ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বৃদ্ধ রমজান আলী। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ না দিলেও ঘটনার তদন্ত চলছে।’