অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজীবপুর সীমান্তে ইয়াবাসহ আসাদুল ইসলাম (২০) নামের এক মাদক বারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৯ মার্চ) গভীর রাতে উপজেলার বালিয়ামারী এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক কারকারি আসাদুল ইসলাম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর পূর্বপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সোমবার (১০ মাচ) সকালে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় রবিবার গভীর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-২-এস থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা।
এ সময় ৫ পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম নামের মাদক কারবারি আটক করা হয়। এ এতে জব্দ করা হয় একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ আসামীকে চর রাজীবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।