Thursday, April 3, 2025
Homeকুড়িগ্রামরাজিবপুরে আগুনে পুড়ল ১১ দোকান

রাজিবপুরে আগুনে পুড়ল ১১ দোকান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে অন্তত ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তবে এই ভয়াবহ আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ দুঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সকালে ফজরের নামাজ পড়ে যাই নামাজ শেষ মসজিদে বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন চলছে কিছু করার ছিল না। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পুড়ে ছাই হয়েছে । আগুনের লেলিহান ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকা, ভুষিমালের দোকান,কাঁচামালের গোডাউনসহ মোট এগারোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

সময় ঘরগুলোতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে ।

চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে আনুমানিক ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ব্যবসায়ীরা।

রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী বলেন ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর