মোঃ সবুজ ইসলাম,ঠাকুরগাঁওঃ- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী দ্রুত সংস্কার করে যাদুঘর করা হবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম।
শনিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী পরির্দশন শেষে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান’র সভাপতিত্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতীক। এগুলো সংস্কার করা জরুরী।
তিনি আরও বলেন, ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলমান। পর্য়ায়ক্রমে বাকি রাজবাড়ীগুলো সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে।এমনকি সকলের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি রাজবাড়ীগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি ।
মতবিনিময় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন(রংপুর), সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন (দিনাজপুর) প্রমূখ।
উল্লেখ্য, টংকনাথের রাজবাড়ী, জগদল রাজবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিতভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসে। ফলে শুরু হয় সংস্কার কাজ।
Facebook Comments Box