নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রায়েরবাজারে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ (টিটিপিসি)-এর বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রোটারি ক্লাব অব রমনা এবং প্রভা অরোরার যৌথ আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। টাইড টার্নার প্লাস্টিক চ্যালেঞ্জ হলো প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য ৪০টিরও বেশি দেশে ইউএনইপির মাধ্যমে পরিচালিত একটি বিশ্বব্যাপী যুব আন্দোলন।
এ ক্যাম্পেইনের মধ্যদিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রছাত্রী এবং ২০ জন শিক্ষককে সফলভাবে টিটিপিসিতে সম্পৃক্ত করা হয়।
তিন ঘণ্টাব্যাপী এ ক্যাম্পেইনে অংশগ্রহণমূলক পদ্ধতিতে আলাদা আলাদা শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা পালন করেন প্রভা অরোরার মাধ্যমে প্রশিক্ষিত একদল ছাত্রছাত্রী ও রোটার্যাক্টররা।
প্রশিক্ষণটি পরিচালনা করেন রোটার্যাক্টর শেওয়া আল মাহেরা (অধরা), উম্মে ফারিহা তাসনিম তনিমা,রোটার্যাক্টর আফনান আলম সাকিব, আফসারা নাওয়ার, জারিন তাসনিম শ্রদ্ধা, নুসরাত জান্নাত তাকওয়া, রোটার্যাক্টর নাঈম ইবনে জহির, রোটার্যাক্টর সাউদুর রহমান, ও রোটার্যাক্টর সাইফুল খান।
এ ছাড়া প্রভা অরোরার সঙ্গে কাজ করা তিনজন কোরিয়ান ফেলো–ইনিয়ং, সুবিন ও ইয়ুন–ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব রমনার সভাপতি স্থপতি সালমা এ শফি, সেক্রেটারি পারভীন আহমেদ খুশি, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান এম এ মান্নান মনির, প্রভা অরোরার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।