রংপুরঃ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে শুধু শিক্ষার্থীদের আন্দোলনই নয় সাংবাদিকদের লেখনী ও সত্য তথ্যচিত্র প্রকাশের সাহসী ভূমিকা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. গোলাম জাকারিয়া। নতুন বাংলাদেশ গড়তে অতীতের মতো দলকানা সাংবাদিকতা না করে সত্য ও বস্তনিষ্ঠ তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে ছাত্রশিবিরের এই নেতা।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত নয়টায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক সমাজের প্রতি এই আহ্বান জানানো হয়।
মহানগর ছাত্রশিবির সভাপতি গোলাম জাকারিয়া বলেন, বিগত ১৫ বছরের ইতিহাসে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা পায়নি। পুলিশের মতো গণমাধ্যম কর্মীদেরও হাসিনা সরকার ব্যবহার করেছিল। যার কারণে দলকানা সাংবাদিকদের এখন দলীয় পুলিশের মতো গা ঢাকা দিতে হচ্ছে। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েও গেছেন। অথচ সাংবাদিকদের এমন অবস্থা হবার কথা ছিল না। এখন বস্তনিষ্ঠ সাংবাদিকতা করতে হলে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যাতে করে সাংবাদিকদের লেখনী বা সংবাদ থেকে ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি না হয়।
তিনি আরো বলেন, হাসিনা সরকারের পতনে সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। পাঁচজন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা চাই সাংবাদিকতা হস্তক্ষেপমুক্ত নিরপেক্ষ জায়গা থেকে হোক। যাতে সাংবাদিকদের লেখুনিতে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকারের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের চিত্র বেশি বেশি উঠে আসে। ছাত্র আন্দোলন সাংবাদিকদের একটি বড় অংশ জেগে উঠেছিল বলেই আন্দোলনের বিজয় তরান্বিত হয়েছে। আমরা বিশ্বাস করি, সাংবাদিক সমাজ জাগ্রত থাকলে এবং বস্তনিষ্ঠ সাংবাদিকতা করতে পারলে দেশে আর কোন ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি হবে না।
মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, কোষাধ্যক্ষ একেএম শরিফুজ্জামান বুলু, সাহিত্য -সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, প্রেসক্লাবের সদস্য মাহবুবুল ইসলাম, সুশান্ত ভৌমিক, জয়নাল আবেদীন, আব্দুর রহমান মিন্টু, মামুন ইসলাম, রাজু আহম্মেদ, রফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন- রংপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের বাপি, কার্যনির্বাহী সদস্য সদরুল আলম দুলু, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, সদস্য আব্দুর রহমান মিন্টু, জাভেদ ইকবাল, বিএম রাফিক উল হাসান গোর্কি, নাজমুল ইসলাম নিশাত, আবেদুল হাফিজসহ আরো অনেকে।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ সারা দেশের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।