Sunday, March 16, 2025
Homeরংপুররংপুরে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা কারাগারে

রংপুরে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা কারাগারে

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা মছির উদ্দিন দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার পুলিশ তাকে রংপুরের আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।

মছির হোসেন দুলাল লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এর আগে গতকাল শুক্রবার কাউনিয়া বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে দুলালের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ বলেন, ‘রংপুর র‍্যাব-১৩ শুক্রবার মাদকসহ মছির উদ্দিন দুলালকে আটক করে। ওই দিন রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে র‍্যাব। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর