Friday, March 28, 2025
Homeরংপুররংপুরে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ, বোরকা পরে পালানোর সময় ধর্ষক আটক

রংপুরে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ, বোরকা পরে পালানোর সময় ধর্ষক আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাফাত আহমেদ বাধন, রংপুর প্রতিনিধিঃ
‎রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিম পাড়া গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী শিশু প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরের দিকে ওই প্রতিবন্ধী শিশুকে হত্যার ভয় দেখিয়ে একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় আলম নামে এক ব্যক্তি।

‎ঘটনার পর থেকেই মিঠাপুকুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ধর্ষণের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জড়িত ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান নেটিজেনরা। অবশেষে বোরকা পরে পালানোর সময় সাধারণ জনগণের হাতে আটক হয়েছেন অভিযুক্ত আলম মিয়া (৪০)। ধর্ষককে গ্রেফতার করায় সংখ্যালঘু সহ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

‎ঘটনা জানতে পেরে মঙ্গলবার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন শিশুটির বাবা। মামলা দায়েরের ৬ ঘন্টা পর রাত ৯ টার দিকে শাহ আলমকে বোরকা পরা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় চিথলী রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করেন পুলিশ।

‎মিঠাপুকুর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় শিশুটি উপজেলার চিথলী পশ্চিম পাড়ায় আসা মাত্র চিথলী পশ্চিম পাড়া গ্রামের দুই সন্তানের জনক অভিযুক্ত শাহ আলম (৪০) শিশুটিকে রাস্তার পাশে একটি ভুট্টাক্ষতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটির কান্না শুনে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎তিনি বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা করেছেন। কিন্তু অভিযুক্ত শাহ আলম পলাতক ছিল। পুলিশ ধর্ষককে গ্রেফতারে অভিযান শুরু করেন। ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে ধর্ষক শাহ আলম আটক হয়।

‎ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক আরও জানান, ধর্ষক শাহ আলমকে গ্রেফতার করতে পেরে ভালো লাগছে। উত্তেজিত জনতার রোষানল থেকে ধর্ষককে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও আহত হয়েছে। আগামীকাল ধর্ষক শাহ আলমকে কোর্টের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর