Sunday, March 16, 2025
Homeরংপুররংপুরে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

রংপুরে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এ কে এম কায়সারুল আলম, হারাগাছ (রংপুর) প্রতিনিধি:

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও গাছের চারা রোপন করেছেন হারাগাছ সরকারি কলেজ ছাত্রদল ।বৃহস্পতিবার সকালে হারাগাছ সরকারি কলেজ মাঠে,ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় ।

রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জমান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদেলর সহ সভাপতি এমএম মুসা ।

এসময় কলেজের সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষক ইয়ামিন আলী, জেলা ছাত্রদেলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন আকাশ, মোহাম্মদ আকাশ, সদস্য রায়হান কবির তুর্জ, ফজলে রাব্বি, হারাগাছ পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী ফয়সাল ফরিদ, যুগ্ম আহবায়ক বাঁধন, গালিভ, সদস্য নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে । তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে । এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে।
আরও বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না । অনৈতিক কাজ করলে পুলিশের কাছে তুলে দেয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর