মোঃ আরিফুল ইসলাম, রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীতে এক যুবককে অপহরণের পর সমকামে বাধ্য করা সেই ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এসব অভিযোগে বৃহস্পতিবার কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার চারজন হলো– শুভ (১৮) জিহাদ (১৮) কাদের (১৮) ও নাইম (১৯) ।
পুলিশ জানায় রংপুর নগরীর অভিরাম এলাকা থেকে স্থানীয় কিশোর গ্যাং ও দুর্বৃত্তের একটি দল ২৫ বছরের এক যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার পর মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫শ টাকাও নেয়। পুরো মুক্তিপণ না পাওয়ায় নাইম ও জিহাদ ভুক্তভোগীকে সমকামিতায় বাধ্য করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে তারা হুমকি দেয়, বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হবে।এর কিছুক্ষণ পর ভুক্তভোগীকে ছেড়ে দেয় দলটি।
পরে স্থানীয় থানায় ও সেনাক্যাম্পে বিষয়টি জানালে ৩০ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ দল নগরীর সিটি এলাকার জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ওই চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করেছে ভুক্তভোগী যুবক।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বিকেলেই কারাগারে পাঠানো হয়েছে।