Sunday, March 16, 2025
Homeরংপুররংপুরের দুটি কলেজের একজনও পাস করেননি

রংপুরের দুটি কলেজের একজনও পাস করেননি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

জেলা প্রতিনিধি:

এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় ২০টি কলেজের কেউ পাস করেননি। এর মধ্যে রংপুরের দুটি কলেজের কেউ পাস করেননি। কলেজ দুটি হলো রংপুর নগরীর কেরানী পাড়ার ডিসির মোড়ে অবস্থিত আর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজ ও গংগাচড়ার বড়াইবাড়ি কলেজ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান পাইকাড় সূত্রে বিষয়টি জানা যায়। আর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় এবারে কেউ পাস করেননি। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ পরীক্ষার্থী। এরমধ্যে ২ জন অনিয়মিত আর ১ জন নিয়মিত পরিক্ষার্থী। গতবছর ২০২৩ সালে ৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩ জন পাস করে। এর আগে ২০২২ সালে ১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জনই পাস করে বলে জানিয়েছে কলেজটির অধ্যক্ষ।

কলেজের অধ্যক্ষ আরেফা বেগম জানান, আর্কেডিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয় ২০০৩ সালে। ২০১০ সালে কলেজের অনুমতি পান। প্রতিষ্ঠানের রেজাল্ট বরাবরই ভালো ছিল। করোনা পরবর্তি সমস্যা হয়েছে। এরমধ্যে বড় সমস্যা হচ্ছে শহরের অনেক শিক্ষার্থী যখন কোনো কলেজে সুযোগ পায় না, তখন এখানে ভর্তি হয়। পরে সুযোগমত আবার চলে যায়। এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি আমরা। সমস্যাগুলো চিহ্ণিত করে সমাধান করে এগিয়ে যেতে চাই।

এদিকে, বড়াইবাড়ি কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় একজনও পাস করেননি। কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। এখনও এমপিওভুক্ত হতে পারেননি প্রতিষ্ঠানটি।

কলেজের ফলাফল নিশ্চিত করে ওই কলেজের পৌরনীতির শিক্ষক সিরাজুল ইসলাম জানান, শহিদুজ্জামান নামের একজন শিক্ষার্থী এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি ইংরেজিতে ফেল করেছেন। গতবছর ২০২৩ সালের এইচএইসসি পরীক্ষায় ৪ জন অংশ নিয়ে ৪ জনই পাস করেছেন।

তিনি আরও বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই করুণ অবস্থা। এমপিও না হওয়ায় শিক্ষকরা কোনো বেতন বোনাস পান না। স্থানীয়ভাবেও কোনো সহযোগিতা পান না। যার কারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই শিক্ষকতা ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন। এসব কারণে প্রতিষ্ঠানটির এই অবস্থা।

উল্লেখ্য, এবারে এইচএসসি পরীক্ষায় রংপুর জেলায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৮৬৫ জন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর