Friday, April 4, 2025
Homeসারাদেশযশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক মানুষ, দোকানি গ্রেপ্তার

যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক মানুষ, দোকানি গ্রেপ্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
ঈদের দিন যশোরের অভয়নগরে অস্থায়ী দোকানের ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হওয়ার ঘটনায় বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ।

গ্রেপ্তার মনির হোসেন ঢাকুরিয়া গ্রামের উত্তরপাড়ার আব্দুল লতিফ মিন্টুর ছেলে।
পরিদর্শক শুভ্র প্রকাশ দাশ বলেন, ঈদের দিন অভয়নগরের দেয়াপাড়া গ্ৰামের ভৈরব নদীর পূর্ব পাড়ে চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দিয়েছিলেন মনির হোসেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়।

কিন্তু গভীর রাত থেকে তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

চাঞ্চল্যকর এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। পরে ঢাকুরিয়া থেকে মামুনকে আটক করা হয়।
পরিদর্শক শুভ্র আরও বলেন, মনির হোসেনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করেছেন ভুক্তভোগী তানজিম হোসাইন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর