রংপুর নিউজ ডেস্কঃ
ভোলায় খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ছাড়া উভয়পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত মো. জামাল হাওলাদার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। তার বাবার নাম মো. মোতালেব হাওলাদার।
এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৫টা থেকে ভোলা সদর টু ভেলুমিয়া সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ তুলে নেন তারা।
Facebook Comments Box