Sunday, April 6, 2025
Homeকুড়িগ্রামভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র শুভ উদ্বোধন

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র শুভ উদ্বোধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নুরুল আমিন, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ‘সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক (মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র) সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়েছে।

“ Movement for Punctuality” একটি সময় সচেতনতা মুলক সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে—সামাজিক, শিক্ষাগত ও কর্ম জীবনের পরিসরে সময়নিষ্ঠ চর্চাকে উৎসাহিত করা এবং উন্নয়নের পূর্বশর্ত হিসেবে সময়ের মূল্যবোধ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন community advanced Development Association (CADA) এবং ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে o৫ এপ্রিল শনিবার সকাল ৯.০০ টায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সময় নিষ্ঠার গুরুত্ব তুলে ধরে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করাই হলো উক্ত সম্মেলনের একমাত্র মুল লক্ষ্য।

Movement for Punctuality- এর কো-অর্ডিনেটর স্বপন মাহমুদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি সকাল ৯.০০ টায় মহা পবিত্র আল কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র( Movement for Punctuality ) স্বপ্নদ্রষ্টা ও চীফ কো-অর্ডিনেটর রংপুর কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (CADA) ও ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (বগুড়া) মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন এর বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, সময়নিষ্ঠতা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সফলতার মুল ভিত্তি। সময়ের সঠিক ব্যবহার পরিকল্পিত উন্নয়ন ও সঠিক দিক নির্দেশনাই পারে জাতিকে সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছে দিতে।
তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সময় ব্যবস্থাপনার শিক্ষায় উদ্বুদ্ধ করা এখন সময়ের মুল দাবি ।
সম্মেলন থেকে ‘সময়নিষ্ঠ সমাজ ও রাষ্ট গড়ার জোর আহ্বান জানানো হয়।

প্রধান আলোচক দেশবরেণ্য বিশিষ্ট কবি সাংবাদিক ও সাহিত্যিক এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী সহ সকলের উদ্দেশ্যে বলেন, সময়নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায়ের প্রতি যত্নবান হলে জীবনে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব।
তিনি নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে নদী মাতৃক ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার, ফুলকুমার ও শালমারা নদীর কথা উল্লেখ করেন।

তিনি বলেন আমাদের কিছু ক্ষুদ্র স্বার্থকে জ্বলাঞ্জলি দিয়ে দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার
ডঃ ইউনুসকে সমর্থন করা জরুরী প্রয়োজন। আমরা যদি ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা করে দলাদলি করি, বিভক্ত হয়ে যাই তাহলে নোবেল বিজয়ী আন্তর্জাতিক মানের একজন নেতার হাত ধরে বাংলাদেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। আমাদের দেশটি যতটা পিছিয়ে গেছে তার নেতৃত্বেই সম্ভব সেটা পুষিয়ে নেয়া। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন সময়ের কাজ সময়ে করতে হবে।
মোবাইলের ব্যবহার তথা প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বৈশ্বিক উন্নয়নের জন্য প্রয়োজন তবে সেটার জন্য অন্যান্য কাজের মত সময় নির্ধারণ করে করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সম্মেলনটিকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সংগঠনের রেজিস্ট্রেশনকৃত ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন স্তরের সহস্রাধিক সদস্য-সদস্যা গন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন রংপুর-এর সভাপতি মোঃ সালেকুজ্জামান, বাংলাদেশ বেতার (রংপুর) এর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, নিরাপদ খাদ্য সংস্থার পরিচালক অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের প্রভোস্ট ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার আন্তর্জাতিক কর্মকর্তা মেজবানুর রহমান লিমন।

স্থানীয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান স্বপন,
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস প্রমূখ।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিত্ব, কলেজের অধ্যক্ষ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর