নুরুল আমিন,ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রেজেন্টস “মাকসুদা আজিজ” বৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার দশটি ইউনিয়নের মাধ্যমিক ও সমমানের স্কুল-মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থী সহ ৬ টি ক্লাসের এক হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
পরীক্ষার সার্বক্ষণিক তদারকিতে ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রেজেন্টস “মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষার আহ্বায়ক মতিয়ার রহমান মুরাদ, সদস্য সচিব মিমতাউল ইসলাম মাহিন, হল সুপার সোহেল রানা ও সেচ্ছাসেবক বৃন্দ।
এসময় কেন্দ্র পরিদর্শন করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র প্রতিষ্ঠাতা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, আমন্ত্রিত অতিথি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সকাল ১১টায় একযোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর দুপুর ১২টায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। তারা আরো জানান, প্রথমবার অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় ৩২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
সোনাহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শিবলি আহম্মেদ ফাহিম ও নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্তিকা বলেন, প্রতিযোগিতা মূলক পরিক্ষায় অংশ গ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। পরীক্ষাও ভাল হয়েছে, আশা করছি ভালো ফলাফল পাবো।
দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোর্শেদুর রহমান আনিস ও অভিভাবক মোখলেসুর রহমান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই প্রতি বছর এরকম বৃত্তি পরীক্ষার আয়োজন করা হোক।
মোটিভেট ভূরুঙ্গামারী’র বাস্তবায়নে এতে সহযোগিতা করেন ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, আলোক বর্তিকা, আলোর-দিশারী আন্ধারীঝাড়, গ্রিন ভয়েস, উত্তরণ ছাত্র কল্যাণ সংস্থা, তিলাই ইউনিয়ন যুব কল্যাণ সংস্থা, বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠন ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা।