নুরুল আমিন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনালের চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের সহযোগিতায় উপজেলা মহিলা অধিদপ্তরের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব কর্মকর্তা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তথ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এফ কে আশিক প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর ও যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।