Friday, March 28, 2025
Homeকুড়িগ্রামভুরুঙ্গামারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ভুরুঙ্গামারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জনতা ব্যাংক সংলগ্ন ওয়াল্টন প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় মামলা নম্বর ০৫(২)২৫ এর এজাহার নামীয় আসামি ছিল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান।

ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল সে । পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওয়াল্টন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে কুড়িগ্রাম কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর