Tuesday, March 25, 2025
Homeকুড়িগ্রামভুরুঙ্গামারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নুরুল আমিন ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায় সকল শিক্ষক – শিক্ষিকা পবিত্র ঈদুল ফিতরের আগে বেতনভাতা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ রবিবার সকাল এগারো টায় উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মাও: আশফাকুর রহমান, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাও: আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক এনামুল হক, সঞ্চলনায় ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সহ: সম্পাদক আহসান হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম, খতিব, কেয়ারটেকার সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
বক্তারা বলেন ইসলামী ফাউন্ডেশনের অধিনে তাদের চাকুরী জাতীয় করণ করতে হবে। নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের আগে বেতন বোনাস, প্রকল্প স্থায়ীকরণ এর দাবী করেন। তারা বলেন প্রকল্প কোনক্রমেই আউটসোর্সিং করা যাবে না।
শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে কেন্দ্র স্থানান্তর, শিক্ষক শিক্ষিকা অসুস্থ, মৃত্যু বরণ করলে তহবিল গঠন সহ এককালিন অর্থ প্রদানের ব্যবস্থা করার দাবি জানান।
তারা আরও বলেন আগামীকাল ২৪ মার্চ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর