Home কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ১৯৯৫ পিস ইয়াবা সহ ১ টি মোটরসাইকেল জব্দ

ভুরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ১৯৯৫ পিস ইয়াবা সহ ১ টি মোটরসাইকেল জব্দ

ভুরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ১৯৯৫ পিস ইয়াবা সহ ১ টি মোটরসাইকেল জব্দ

ভূরুঙ্গামারী সীমান্তে ১ হাজার ৯শ ৯৫ পিস ইয়াবা সহ ১ টি মোটর সাইকেল জব্দ

নুরুল আমিন , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সীমান্তে ১ হাজার ৯শ ৯৫ পিস ইয়াবা সহ ১ টি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ শনিবার বিকাল ৫ টার দিকে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার বায়েজিদের নেতৃত্বে একটি টহল দল মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটর সাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের বহনকারী মোটর সাইকেল সহ ১ হাজার ৯শ ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে, শুক্রবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের একটি চালান আটক করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে তাদের এ অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here