Tuesday, March 18, 2025
Homeকুড়িগ্রামভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন

ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন,সমাবেশ ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী)সকাল ১১টায় জেলার ভুরুঙ্গামারী বাসস্ট্যন্ড মোড়ে চর উন্নয়ন ভুরুঙ্গামারী উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ভুরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেন ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক, শিক্ষাবিদ ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বেবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর উন্নয়ন কমিটি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, যুগ্ম আহবায়ক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ডাক্তার মারুফ, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,কাজি গোলাম মোস্তফা,নাগেশ্বরি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, খন্দকার গোলাম ফারুক প্রমূখ।

পরে দুপুরের পরএকই উপজেলার শিলখুরি ইউনিয়নের চর কাজিয়ার চর এলাকায় কালজানি নদীর চরে আরও একটি মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডাঃ শাহাদত হোসেন এবং রাজারহাট মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি ভুরুঙ্গামারী – নাগেশ্বরী- ফুলবাড়ী সহ স্থানিয় চর এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর