নীলফামারী প্রতিনিধিঃ
শিক্ষার বৈষম্য দুরীকরনে মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন এবং জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অঠিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এই কর্মসুচীর আয়োজন করে।
মাববন্ধনে চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত রায়ের সঞ্চালনায় এ সময় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ওমর ফারুক, গোসাইগঞ্জ স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফারুক হোসেন রাজু,ডুগডুগি বড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমাহাতাব হোসেন, শাহরিন ইসলাম চৌধুরী(তুহিন) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল চন্দ্র রায়, বামুনিয়া বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনেশ রায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার বৈষম্য দুরীকরন ও মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান। মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দ ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের নিকট স্মারকলিপি প্রদান করেন।