Saturday, March 15, 2025
Homeক্যাম্পাসবেরোবিতে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী

বেরোবিতে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের খুনের দিনে অপ্রকাশিত দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২ ঘণ্টা ২৭ মিনিটের ঘটনা নিয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে৷

শুক্রবার (৩০ আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তত্ত্বাবধানে ফটো সাংবাদিক আদর রহমানের তোলা ছবির প্রদর্শনীটি শহীদ আবু সাইদ চত্বর সংলগ্ন প্রধান ফটকের সামনে বেলা ৩টায় শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন- শহীদ আবু সাইদের ভাই রমজান আলী, জেলা জর্জকোটের উকিল, ফটোসাংবাদিকসহ সাংবাদিক সমিতির অন্য সদস্যরা।

আলোকচিত্রে গত ১৬ জুলাইয়ের আন্দোলনের ঘটনা সমূহ দেখানো হয়েছে৷ আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনের দিন পুলিশ ও ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার চিত্র৷ এই প্রদর্শনটি ২ ঘণ্টা ২৭ মিনিটের যা ২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

আলোকচিত্রের বিষয়ে ফটো সাংবাদিক আদর রহমান বলেন, আমি প্রথমে শহীদ আবু সাইদের পরিবারের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩০০ ছবি তুলেছি। এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। আমি এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনও যদি আবু সাইদকে নিয়ে গবেষণা করা হয় তাহলে হয়তো এই ছবিগুলো অনেক কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

শহীদ আবু সাইদের ভাই রমজান আলী বলেন, আমরা ৬ ভাইয়ের মধ্যে আবু সাইদ সব থেকে ছোট এবং সবার আদরের। সে ছিল অনেক মেধাবী। তার চলে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টের। সেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

ঘুরতে আসা দর্শনার্থী মোজাম্মেল বলেন, আমরা শুধু আবু সাইদের মারা যাওয়ার ভিডিওটা দেখেছি। আমরা কিন্তু এই দুর্লভ ছবিগুলো দেখিনি। এই ছবিগুলো দেখে অনেক কিছু জানতে পারছি। এতে আমাদের অনেক সময় অপরাধী শনাক্তে সহায়তা করবে বলে আশা করা যায়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর