Monday, March 31, 2025
Homeক্যাম্পাসবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয় আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের মোঃ মেহেদী হাসান সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার (১৯ মার্চ) ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোঃ নাঈম ইসলাম যুগ্ম আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের বায়জিদ বোস্তামী যুগ্ম সদস্য সচিব হয়েছেন। এছাড়া, বিভিন্ন বিভাগের আরও ১৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, “ইনকিলাব মঞ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে কাজ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে কোনো নৈতিক আন্দোলনে আমরা পাশে থাকব।”

সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “আমরা সব ধরনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কাজ করব। ইনকিলাব মঞ্চ সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে।”

ইনকিলাব মঞ্চের নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর