Saturday, March 15, 2025
Homeরংপুরবুরো বাংলাদেশ পীরগাছা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ

বুরো বাংলাদেশ পীরগাছা শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় বুরো বাংলাদেশের ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রকৃত অসহায় ও গরিব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
বুরো বাংলাদেশ পীরগাছা শাখার আয়োজনে বুরো বাংলাদেশের রংপুরের বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল, আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম, পীরগাছা শাখার ব্যবস্থাপক সাদ্দাম হোসেন, প্রধান শিক্ষক লাল মিয়া প্রমূখ ।বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল বলেন, সারা বাংলাদেশে বুরো বাংলাদেশ ২৭লক্ষ পরিবারের মাঝে বিভিন্ন আর্থিক ও অনার্থিক সেবা প্রদান করে যাচ্ছে। বুরো বাংলাদেশের মূল কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। বুরো বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সরকারের পাশে বুরো বাংলাদেশের মতো অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার আহবান জানান। এসময় বুরো বাংলাদেশের কম্বল পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে খুশিমনে বাড়ি ফেরেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর