Home দিনাজপুর বীরগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে দেশ জাতি ও মানবতার কল্যাণে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব প্রাঙ্গণে বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আবেদ আলীর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।

সভামঞ্চে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।তার সফর সঙ্গী হিসেবে ছিলেন চৌকস পুলিশ অফিসার জাহাঙ্গীর বাদশা রনি, সিরাজুল আওলাদ সুমন, গোয়েন্দা শাখা পুলিশ অফিসার জাহাঙ্গীর হোসেন, ডিএসবি হাবিবুর রহমানসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের সঞ্চালনায় আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসেন, আজকের পত্রিকার প্রতিনিধি নাজমুল ইসলাম মিলন, সহ-সভাপতি ছকিমুদ্দিন, আরমান আলী, সাবেক সভাপতি মাজেদুর রহমান, নয়া দিগন্ত প্রতিনিধি এসএম হাদিউজ্জামান হাদী, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, নাজমুল ইসলাম, কার্তিক ব্যনার্জি, গোকুল রায়ের সার্বিক তত্ত্বাবধানে ও আন্তরিকায় অনুষ্ঠানটি পরিচালিত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, দিনাজপুর-১ আসনে জামায়াত ঘোষিত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি সাবেক ও বিএনপি নেতা ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মহিবুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হেমচন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রনেতা, বীরমুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও রোজাদার সমন্বয়ে গন্যমান্য মুসল্লিগন অংশ নেন।

ইফতার পূর্ব রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ জাহিদুল ইসলাম দিনাজপুরী ও দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান গনি জিহাদী। ইফতারের আগে দেশ জাতি ও মানবতার কল্যাণে দোয়া এবং মোনাজাত পরিচালিত হয়।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here