মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ থানার আয়োজনে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) বিকাল ৫টায় ওসি আব্দুল গফুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার, কাহারোল থানার ওসি রুহুল আমিন, খানসামা থানার ওসি নজমূল হক। এসময় থানার অফিস, ব্যারাক অন্যান্য স্থাপনা পরিদর্শন শেষে এলাকার আইনশৃংখলা ও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সততা ও পেশাদায়িত্ব নিয়ে পুলিশি সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।