মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জাহিদ হাসান জনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলা পৌরশহরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, সোমবার রাতের খাবার খেয়ে অন্য ঘরে ঘুমাতে যান জাহিদ। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শয়ন ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। নেশাগ্রস্ত হওয়ায় কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে এলাকাবাসীদের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments Box