মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে জসি (৩০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দুলাল হোসেন ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, জসি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিকেল ৩টায় অনেক ডাকাডাকি করে তার সারা না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, সে ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে, ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments Box