Friday, March 14, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

বীরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্‌যাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ্যাডভোকেসী সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

এসময় বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা জানান, আগামী ১৫ মার্চ শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। উপজেলায় মোট ২৬৫ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪,১৪৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৩,১৬০ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর