Friday, March 28, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে বৃদ্ধকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জে বৃদ্ধকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে এক ব্যবসায়ীর পিতাকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২০মার্চ তারিখে কাহারোল উপজেলার মোহাম্মদপুর গ্রামের কসমেটিক্স ব্যবসায়ী সবুজ উদ্দীন একটি কালো রঙের কাপড়ের ব্যাগের ভিতরে সাড়ে ৩ লক্ষ টাকা ইসলামী ব্যাংক লিমিটেড, বীরগঞ্জ শাখায় জমার জন্য মোটরসাইকেল যোগে তার পিতা জহির উদ্দিনকে পাঠিয়ে দেন। বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার মুড়িয়ালা গ্রামের জনৈক নমির বাড়ীর সামনে পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে জহির উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডহন্ডা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে রিমন ইসলাম (২৫) ও মোহাম্মদপুর গ্রামের আজাদ আলীর ছেলে আফজাল হোসেন সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। কোন কিছু বুঝার উঠার আগেই বুকে লাথি সহ এলোপাথারি স্ব-জোরে বাঁশের লাঠি দিয়ে জহির উদ্দিনের দুই পায়ের হাটুর নিচে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তাঁকে প্রাণে মারতে না পারায় টাকার ব্যাগটি ধস্তাধস্তির সময়ে চর থাপ্পর দিয়ে তার পরিবারের সদস্যদেরকে পরবর্তীতে রাস্তা ঘাটে পেলে প্রকাশ্যে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ভাবে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় অভিযুক্তরা। জহিরের ডাকচিৎকারে পথচারী লোকজন গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্তরা জানান, ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। তারা টাকা আত্মসাতের উদ্দেশ্যে মারধর সহ ছিনতাইয়ের নাটক সাজিয়েছে থানায় অভিযোগ করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, অভিযোগ পাওয়ার পর বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর