Saturday, March 15, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিমল রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার ৫নং সাতৈল ইউনিয়নের নারইল গ্রামের মৃত সেধেম রায়ের পুত্র। ৫ মার্চ বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলায় নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজার ২২মাইল নামক এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমলের ছেলে সুজন রায় জানায়, ভাতিজা বিপুলের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বীরগঞ্জের লাটের হাট এলাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানায়, ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ ধনেশ্বর রায়ের বাড়ি হতে ফেরার সময় ঢাকা মেট্রো-ট-১২-২১০৪ ড্রাম ট্রাকটি বীরগঞ্জ হতে খানসামার দিকে মাটি নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটায়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,দুর্ঘটনার বিষয়টি নিয়ে তিনি অবগত আছেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর