মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দিনাজপুর-১ আসনে ঘোষিত জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মো. মতিউর রহমান।
রবিবার বিকেলে মাহে রমজানের শেষ দিনে বীরগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে দেশজাতি ও মানবতার কল্যাণ কামনা করেন এবং সাংবাদিকদের উন্নয়ন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মো. রাশেদুন্নবী বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার যু্ব বিভাগীয় সভাপতি ও মিডিয়া প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি মো. আমিনুল ইসলাম ও সেলিম রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ঈদ কার্ড প্রদানের মাধ্যমে শুভেচ্ছা গ্রহণ করেন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, বেতার-বার্তা প্রেরক আরমান আলী, দৈনিক জনবানী প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ সবুজ , ভোরের ডাক প্রতিনিধি তোফাজ্জল হোসেন, বকুল রায় এবং গোয়েন্দা পুলিশ অফিসার শাহজান মিয়া।