Monday, March 31, 2025
Homeদিনাজপুরবিরামপুর থানায় পুলিশ সুপারের মতবিনিময় ও পরিদর্শন

বিরামপুর থানায় পুলিশ সুপারের মতবিনিময় ও পরিদর্শন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. মারুফাত হুসাইন মঙ্গলবার রাতে বিরামপুর থানায় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

মতবিনিময়কালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পেশাগত দায়িত্ব আরও আন্তরিকতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সিফাত-ই-রাব্বান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মো. মঞ্জুরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হকসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার কার্যক্রম পর্যালোচনা করেন এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি পুলিশের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিরামপুর থানা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে নিজেদের দায়িত্ব আরও আন্তরিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর