Saturday, April 19, 2025
Homeদিনাজপুরবিরামপুরে ২১ লক্ষ টাকার চোলাই মদ ও তৈরির কাঁচামাল জব্দ

বিরামপুরে ২১ লক্ষ টাকার চোলাই মদ ও তৈরির কাঁচামাল জব্দ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
, দিনাজপুর:

দিনাজপুরের বিরামপুর থানা সংলগ্ন পাহান পট্টি এলাকায় বাড়ির আঙিনায় ও ঘরের ভেতরে সুকৌশলে চোলাই মদ তৈরির কাঁচামাল মজুত ও চোলাই মদ তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
পাহান পট্টি আদিবাসী এলাকার কয়েকটি বাড়িতে অভিযানে চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত চোলাই মদ, বোতলজাত চোলাই মদ ও চিরোজপাতার গুঁড়াসহ প্রায় ২১ লক্ষ টাকার মালামাল জব্দ করেন ।
শনিবার (১২ এপ্রিল) আনুমানিক রাত ৯ ঘটিকায় বিরামপুর পৌরশহরের পাহান পট্টি আদিবাসী এলাকায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাহান পট্টি আদিবাসী পাড়ার কয়েকটি বাড়ি থেকে জব্দকৃত মালামাল চোলাই মদ তৈরির কাঁচামাল ৪০ বস্তা যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা, প্রস্তুতকৃত চোলাই মদ ২২ লিটার যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮০০ টাকা, বোতলজাত চোলাই মদ ২৫ পিস যার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকাসহ চিরোজপাতার গুঁড়া ৪০ কেজি যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামাল সমূহের আনুমানিক মূল্য প্রায় ২১ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকসহ সঙ্গীয় ফোর্স।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এর উপস্থিতিতে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীর পানিতে জব্দকৃত মালামাল ঢেলে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।উক্ত থানা সংলগ্ন পাহান পট্টি আদিবাসী এলাকায় এর একমাস আগেও অভিযান পরিচালনা করে চোলাই মদ জব্দ করা হয়েছে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর