Thursday, April 3, 2025
Homeদিনাজপুরবিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল জামাই

বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল জামাই

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে বুধবার সকালে (০২ এপ্রিল) শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে জামাই। মূমুর্ষ অবস্থায় অগ্নি দগ্ধকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি সেই অটোরিক্সা ভেঙ্গে ফেলে শ্বশুর বাড়িতে দিয়ে যায়। অটোরিক্সার মালিক রিক্সা মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে জামাই মেহেদুল শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামাই মেহেদুল তার শ্বাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে শ্বাশুড়ি বুলী বেগমের (৫৫) গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বুলী বেগমের সর্বাঙ্গ আগুনে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান বুলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। স্বজনরা দগ্ধ বুলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। আগুনে বুলী বেগমের মাথা ও মুখমণ্ডল ব্যতিত সর্ব শরীর ঝলসে গেছে।

বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, দগ্ধ বুলী বেগম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আসামীকে আটকের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর