Saturday, March 15, 2025
Homeঠাকুরগাঁওবিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নিশাত

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নিশাত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পাওয়ার ট্রলির ধাক্কায় জুনায়েদ সিদ্দিকী নিশাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও গড়েয়া রোড চন্ডিপুর  দুর্ঘটনা ঘটে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুর রহমান।

নিহত মোটরসাইকেল আরোহী দক্ষিণ সালন্দর এলাকার নুরুজ্জামানের ছেলে ও আহত পার্থ (১৮) পৌর শহরের শান্তিনগর এলাকার নিতাই বর্মনের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালের রেফার্ড করা হয়।

স্থানীয় ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম এর সূত্রে,  ঠাকুরগাঁও দিক থেকে গড়েয়া অভিমুখে মোটরসাইকেলটি যাচ্ছিল অপর দিক গড়েয়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল পাওয়ার ট্রলিটি। এসময় চন্ডিপুর এলাকায় পাওয়া ট্রলি ও মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী জুনায়েদ সিদ্দিকী নিশাত। বাইকে থাকা আরেকজন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর